চট্রগ্রাম থেকে রওয়ানা হয়ে তিন মাসেও বাড়ি পৌঁছায়নি মিন্টু

 চট্রগ্রাম থেকে রওয়ানা হয়ে তিন মাসেও বাড়ি পৌঁছায়নি মিন্টু


 মোঃ দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : তিন মাস ৭দিন পরেও  মহিউদ্দিন মৃধা ওরফে মিন্টু (২৫) নামের এক যুবকের সন্ধান মেলেনি। মিন্টুর বাবার নাম আলাউদ্দিন মৃধা , বাউফলের চন্দ্রদ্বিপ ইউনিয়নের  চর মিয়াজান গ্রামে তার বাড়ি। মিন্টু চট্্রগ্রামের নিউমুড়ি কাস্টম বিল্ডিং ৬তলা তার বড় বোনের বাসায় থাকতো এবং স্থানীয় আইএনএস মাইডিয়ার নামের একটি গার্মেন্টেসে অপারেটর পদে চাকরী করত।
মিন্টুর বোন নুরজাহান বেগম জানান, চলতি বছর ১৮ মে বিকালে  মিন্টু চট্রগ্রাম  থেকে গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের উদ্দেশ্যে  রওনা দেন এবং ওই সময় মিন্টু মোবাইল ফোনে তার মায়ের সাথে কথা বলেন। কিন্তু মিন্টু আর বাড়ি ফিরে আসেননি।  এ ঘটনার ৫দিন পর মিন্টুর ভগ্নিপতি জুলহাস মিয়া ইপিজেড থানায় একটি জিডি করেন। ( নম্বর ১১২৮ তারিখ ২৩/৫/১৯) দীর্ঘ দিনেও মিন্টুর কোন সন্ধান না পাওয়ায় তার পরিবারের লোকজন হতাশাগ্রস্থ হয়ে পরেছেন।